জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি তেল মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। যে জায়গায় প্রয়োজন, সেই জায়গায় ন্যায্য হিস্যার কথা বলতে এনসিপি সবার প্রথমে যাবে।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১২:৩০ মিনিটে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে জাতীয় নাগরিক পার্টির ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এই বাংলাদেশে কোনো রাজনৈতিক নোংরা সংস্কৃতি থাকবে না। আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের কেউ আমাদের প্রতিপক্ষ হবে — এমন সংস্কৃতি আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে কোনো একটি জেলা বা উপজেলার কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে, জনগণ তাকে প্রতিনিধি হিসেবে বাছাই করবে। সেই প্রতিনিধির কোনো মার্কা থাকুক বা না থাকুক, কোনো দল থাকুক বা না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, মানুষের জন্য কাজ করে, তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে দিনাজপুর জেলায় নয়জন জীবন দিয়েছেন। শত শত যোদ্ধা রক্তাক্ত ও আহত হয়েছেন। আপনাদের সন্তানরা তাদের কাজ সম্পন্ন করেছেন। এখন আপনাদের বাবা, চাচা, মা, বোন হিসেবে দায়িত্ব হলো, নিজেদের কাজ করা। আপনারা কী করবেন? সামনে নির্বাচন আসছে। কোনো একটি দল দেখে কাউকে ভোট দেয়ার দরকার নেই, কোনো একটি মার্কা দেখে অন্যভাবে ভোট দেওয়ার দরকার নেই। যদি কেউ ভালো মানুষ হয়, ভালো কাজ করে এবং সে আমার দলের নাও হয়, তবুও তাকে ভোট দিন। কারণ ভালো মানুষের হাতে ক্ষমতা থাকলে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহৃত হবে।
পথসভায় ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইং সদস্য মোঃ রেজাউল ইসলাম, যুবশক্তির আরিফ মুন, দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির।
পথসভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুন। এছাড়াও ঘোড়াঘাটে পথসভা শেষে কেন্দ্রীয় নেতা সারজিস আলম হিলি, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন।
জিএম/আরএন