রাজশাহীর বাঘা উপজেলায় ইউপি সদস্য রাসেল আলীর তিন বিঘা জমির এক হাজার পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা গড়গড়ি ইউনিয়নের খানপুর মাঠে এই ঘটনাটি ঘটায়।
জানা গেছে, গড়গড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রাসেল আলী তার নিজস্ব তিন বিঘা জমিতে গত ডিসেম্বর মাসে প্রতি গাছ ৪০ টাকা দরে এক হাজার পেঁপে গাছ রোপণ করেন। গাছগুলোর পরিচর্যায় তিনি প্রায় তিন লাখ টাকা খরচ করেন। তার স্ত্রী সুমি বেগম জানান, আগামী সপ্তাহে পেঁপে সংগ্রহের পরিকল্পনা ছিল এবং এসব পেঁপে প্রায় ৬ লাখ টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল।
তিনি আরও জানান, গত ১২ মে পুলিশ রাসেলকে গ্রেফতার করে। গ্রেফতারের তিনদিন পর এই ধ্বংসাত্মক ঘটনাটি ঘটে।
এ বিষয়ে খানপুর মাঠের পাহারাদার আমিরুল ইসলাম বলেন, "আমি নিয়মিত মাঠ পাহারা দিই। সকালে গিয়ে দেখি রাসেল মেম্বারের সব পেঁপে গাছ কাটা। এরপর আমি তার স্ত্রীকে খবর দিই। পরে তারা জমি পরিদর্শন করে থানায় একটি অভিযোগ করেছেন বলে শুনেছি।"
রাসেল আলীর স্ত্রী সুমি বেগম বলেন, “আমার স্বামী আওয়ামী লীগের সমর্থক হলেও তিনি কোনো দলীয় পদে নেই। তার চাচাত ভাই রোকুনুজ্জামান রিন্টু জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি গত উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করেন, কিন্তু পরাজিত হন। ভাই হিসেবে স্বামী তাকে সমর্থন করেছেন, এটা স্বাভাবিক। রাসেল সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেন। যারা এই ঘৃণ্য কাজটি করেছে, আমি তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
রাসেলের শ্বশুর জমির উদ্দিন বলেন, "আমার জামাই সবসময় মানুষের উপকারে ব্যস্ত থাকেন। তার নামে কোনো মামলা নেই। তবুও কেউ শত্রুতা করে মিথ্যা তথ্য দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে। গ্রেফতারের তিনদিন পর তার এক হাজার পেঁপে গাছ কেটে ফেলা হয়েছে, যা খুবই দুঃখজনক।"
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান বলেন, “আমরা এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এএইচ/আরএন