চলতি বোরো মৌসুমে খুলনা ডুমুরিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, “সরকার ধান ও চালের যে মূল্য নির্ধারণ করেছে, তাতে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি মিল মালিকরাও স্বাচ্ছন্দ্যে উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন। কৃষক ও মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়টি বিবেচনায় রেখে সরকার মূল্য নির্ধারণ করেছে।”
তিনি আরও বলেন, “কৃষকরা যাতে গুদামে ধান সরবরাহ করতে এসে কোনো হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।”
উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ১ হাজার ৬০০ মেট্রিক টন এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ১ হাজার ৪২ মেট্রিক টন সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি বলেন, “বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে ক্রয় করবে, যা কৃষকের জন্য ইতিবাচক।”
এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়েজিদ, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে সরকার প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গমের মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করেছে। ২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এইচএম/আরএন