রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দেওয়ার পরও লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৬ টা থেকে সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসী এ অবরোধ কর্মসূচী অব্যাহত রাখে। রেলওয়ে কর্তৃপক্ষ সরাসরি বুড়িমারী থেকে আন্ত:নগর ট্রেন চালু না করলে অনিদিষ্টকালের জন্য রেলপথ অবরোধ ঘোষণা ও সোমবার সকাল ৬ টা থেকে রেলপথ ও দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়।
রেলওয়ে সূত্রে জানাগেছে, অবরোধে সকালে বুড়িমারী রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী ৪৫৬ লোকাল ট্রেনটি বুড়িমারী থেকে ছেড়ে যায়নি। বুড়িমারীতে অবস্থান করছে। অপরদিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ‘বুড়িমারী কমিউটার ট্রেন’ বুড়িমারী রেলস্টেশনে আসার কথা থাকলেও দীর্ঘসময় ধরে বাউরা রেলস্টেশনে যাত্রা বিরতি করে রাখা হয়। এদিন বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেন এবং দিনাজপুরের বিরল থেকে আরো একটি ট্রেনের চলাচল লালমনিরহাট থেকে বুড়িমারী বন্ধ রাখা হয়।
দুপুর ২ টা থেকে উপজেলার বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী বাজার, সরকারি কলেজ মোড়, সরেঅর বাজার মোড় ও বাউরা বাজার মহাসড়কে শত শত লোকজন অবস্থান নিয়ে অবরোধ করে। এতে বুড়িমারী স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া পণ্যবাহী গাড়ি, দূর পাল্লার বাস, কার এবং মাইক্রোবাসসহ অন্তত এক হাজারের অধিক যানবাহন আটকে রয়েছে।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েকদফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করে স্থানীয়রা। এ আন্দোলনের কারনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে এ বছরের গত ১৫ ফেব্রুয়ারি ও পরে ১০ মার্চ এবং আবারো সময় পিছিয়ে ১৫ এপ্রিল বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তঃনগর ট্রেনটি চালু না করায় আবারও অবরোধ করেন স্থানীয়রা।
অবরোধ কর্মসূচীতে সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকী কাঁকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন, সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্টেনের সমন্বয়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মামুন প্রমুখ।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম বলেন, আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালু করার দাবিতে পাটগ্রামে সারাদিন রেল ও সড়কপথ অবরোধ কর হয়। এতে চারটি ট্রেনের চলাচল পাটগ্রাম রেলস্টেশন পর্যন্ত বন্ধ করে রাখা হয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনোকিছু এখনো জানায়নি।
এমএইচএস/এসআর