রাজপথে থেকেই নির্বাচনের দাবি আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিআইটি মাঠে রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
১৭ বছর পরে ফতুল্লার ডিআইটি মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হলো।
মামুন মাহমুদ বলেন, 'সমাবেশ নির্বাচনী আমেজে পরিণত। বিএনপি সংস্কার চায় বলেই তারেক রহমান ২০২৩ সালে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের ঘোষণা দিয়েছেন। নেতাকর্মীদের তারেক রহমানের ৩১ দফা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে হবে।'
তিনি বলেন, '১৬ বছর আন্দোলন করতে গিয়ে ফতুল্লার শাওনসহ সারাদেশে নেতাকর্মীরা জীবন বিসর্জন দিয়েছে। ঈদ করতে পারেনি, বাড়িতে থাকতে পারেনি, বাবার জানাযায় আসতে পারেনি। তাদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু নির্বাচন। এ জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাবরণ করতে হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশে ফিরতে পারেননি।'
তিনি আরও বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের উন্নয়নে কোনো কাজ করে নাই। তারা বিদেশে টাকা পাচার করেছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করেছে। তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্র-জনতাকে নিয়ে রাজপথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।'
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী দিপু ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, আজাহারুল ইসলাম মান্নান, আশরাফুল ইসলাম রিপন, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু প্রমুখ।
এসএম/এমএ