কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ হোসেন (৭৫) একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
স্বজনদের বরাতে মেহেরাজ উদ্দিন জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকা বনাঞ্চলে সমৃদ্ধ। সোমবার বিকাল ৫টার দিকে মোহাম্মদ হোসেন বাড়ি থেকে বের হয়ে আশপাশের এলাকায় হাঁটতে বের হন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে তিনি বাড়ি না ফেরায় তার স্বজনরা সম্ভাব্য স্থানগুলোতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাকে পাওয়া যায়নি। রাত ১০টার দিকে ছড়ারকূল এলাকার বনের চলাচলপথের পাশে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
"হাতির আক্রমণে নিহতের মাথা থেঁতলে গিয়ে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনের পথ ধরে হাঁটতে গিয়ে মোহাম্মদ হোসেন বন্যহাতির আক্রমণের শিকার হন। আক্রমণকারী হাতিটি শুঁড়ে জড়িয়ে তাকে আছাড় মেরে আঘাত করেছে। এতে তার মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মারা যান," বলেন মেহেরাজ উদ্দিন।
বনবিভাগের এই রেঞ্জ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সার্বিক তথ্য সংগ্রহ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ তার বাড়িতে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসইউ/আরএন