পটুয়াখালীর বাউফলে পাঁচটি এটিএম বুথের কোনোটিতেই টাকা না থাকায় বিপাকে পড়েছেন নাড়ীর টানে আসা গ্রাহকরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের দুটি, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের একটি করে বুথ রয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে পরিদর্শনকালে উপজেলার কালাইয়া বন্দর শাখা মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ বন্ধ পাওয়া যায়। শার্টারে টাঙানো সাইনবোর্ডে লেখা রয়েছে ‘আউট অব সার্ভিস’।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার ওই সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে সরেজমিনে উপজেলা সদরের ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের এটিএম বুথগুলোতে দেখা গেছে, নিরাপত্তা কর্মী আছে। কিন্তু টাকার লেনদেন বন্ধ রয়েছে। এছাড়াও কালিশুরী বন্দর শাখা মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথও বন্ধ রয়েছে।
উপজেলার ফজলুল হক ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন বলেন, গত বৃহস্পতিবার বেতনের টাকা ব্যাংকের হিসাব নম্বরে ঢুকেছে। নানা ব্যস্ততার কারণে ওইদিন টাকা উত্তোলন করতে পারিনি। ভেবেছিলাম এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করবো। আজকে টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারি, কোনো বুথেই টাকা নেই।
একই কথা বলেন কালিশুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান।
মো. হুমায়ন কবির নামের এক ব্যবসায়ী বলেন, পরিবার-পরিজন নিয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছি ঈদ করতে। আসার পথে ছিনতাইয়ের ভয়ে সঙ্গে করে টাকা নিয়ে আসিনি। চিন্তায় ছিল এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে খরচ করবো। কিন্তু এটিএম বুথে টাকা না থাকায় বিপাকে পড়েছি।
মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া বন্দর শাখার ব্যবস্থাপক মো. আল মামুন সাংবাদিকদের বলেন, ‘ব্যাংক না খোলা পর্যন্ত (০৬ এপ্রিল) বুথ থেকে টাকা উত্তোলন করার কোনো সুযোগ নেই। এ কারণে দুঃখ প্রকাশ করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।’
এএস/এমএ