Saturday | 25 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 25 October 2025 | Epaper
BREAKING: শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ      টেকনাফে পাহাড়ে অভিযান চালিয়ে নারী-শিশুসহ উদ্ধার ৪৪      কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত      যমুনা রেল সেতুর পিলারে ফাটল: কর্তৃপক্ষ বলছেন গুজব      নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, আশা সালাহউদ্দিনের      সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে: প্রেস সচিব      নতুন সবজি বাজারে আসায় দাম কিছুটা কমেছে      

পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ঘাঘট পারে পুণ্যার্থীরা ঢল

Published : Thursday, 27 March, 2025 at 8:58 PM  Count : 145

সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব গঁঙ্গা পূজা ও বারুনীর স্নান উৎসব গাইবান্ধার ঘাঘট নদীতে অনুষ্ঠিত হয়েছে। এসময় পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ঘাঘট পারে পুণ্যার্থীরা ঢল নামে।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথিতে মহবারুনীর স্নান উৎসব নদীর পাড়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৬টা ২১ মিনিট থেকে শুরু হওয়া স্নান চলে দুপুর ১ টা পর্যন্ত।  

এতে গাইবান্ধা ব্রীজরোড কালিবাড়ী পাড়া, ভিএইডরোড কালিবাড়ী পাড়া, পশ্চিম পাড়া, গিরিধারী পাড়াসহ বিভিন্ন এলাকার সনাতন সম্প্রদায়ের পুণ্যার্থীরা এই পুজা ও স্নানে অংশগ্রহণ করেন।

এ ছাড়া স্নান করে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পূজা-অর্চনা করে পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ এবং দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন। 

স্নান উপলক্ষে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য রয়েছিল বিশেষ ব্যবস্থা৷ নিয়ম রয়েছে গঙ্গা স্নান করে নদীর তীরে বসে জলপান খেতে হয়, সে জন্য পূর্ণার্থীরা নদীর পাড়ে বসে চিরা, মুড়ি, দই সহ বিভিন্ন প্রকার খাবার খেতে দেখা গেছে।

এই সময় সনাতনী সম্প্রদায়ের শতশত পূর্ণার্থীরা ঘাঘট  নদীতে গঁঙ্গা মায়ের চরনে ফুল, ফল, বেলপাতা ও নগদ টাকা দিয়ে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুনী স্মানে অংশ নেয়। 

স্নানকে কেন্দ্র করে নদীর তীরে মেলায় খেলনা, নাক, মুচরী, কান মুচড়ী সহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের পসরা সাজান দূর দুরান্ত থেকে আসা দোকানিরা।

টিএইচজে/ এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close