"আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতন না দেখে আমার মৃত্যু যেন না হয়, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জুলাই ২৪-এ জালিম চলে গেছে, জুলুম রয়ে গেছে। স্বৈরাচারী কাজ বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, ঘুষ-দুর্নীতি, অত্যাচার বন্ধ হয়নি। জাতীয় ঐক্য ধরে রাখতে হবে দলমত নির্বিশেষে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেটা ছিনতাই হয়ে গেছে। যতদিন পর্যন্ত শতভাগ মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে।"- বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেএসডি সভাপতি, স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক ও সাবেক মন্ত্রী আসম আবদুর রব।
উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে আসম আবদুর বর এর বাস ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে আসম আবদুর রব আরো বলেন, আমি আমার পরিবারের জন্য রাজনীতি করিনি, রাজনীতি করেছি গরীব, শ্রমিক মেহনতি গণ মানুষের মানুষের জন্য। অনেকে বলেন নির্বাচন তো চাই, নির্বাচন তো দিবে। নির্বাচিত সরকার তো ছিল, কিন্তু যারা মারা গেছে তাদের কি হবে? স্বৈরাচারের শেকড় মাটি থেকে সমূলে উচ্ছেদ করার জন্য আবার আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
ডক্টর ইউনুস কি সংস্কার করবে, নাকি সন্ত্রাসীদের যে লেজ রেখে গেছে, তারা যে টাকা পাচার করছে সেগুলো সমাধান করবে। হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যেখানে হাত দিবেন দেখবেন কিছু নাই। সব লুটপাট করে নিয়ে গেছে। সব কিছু নতুন করে শুরু করতে হবে। আমি ছোট ছোট বাচ্চাদের ধন্যবাদ জানাই, আমরা লক্ষ লক্ষ লোকে যেটা পারিনি, তারা সেটা কোন গুলি অস্ত্র না ছুঁয়ে সে বিজয় অর্জন করেছে। তিনি আরো বলেন, আজকে কোন এমপি মন্ত্রী বাড়িতে নেই, কারণ তারা চুরি করেছে। আমরা বাড়িতে আছি, আমরা চুরি করিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব সাংগঠনিক সম্পাদক ও কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্যাহ্, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, বড়খেরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের আহ্বায়ক আবদুল্যাহ আল নোমান, উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, জেএসডি ছাত্রলীগ আহ্বায়ক আসিফুল ইসলাম রিয়াজসহ প্রমুখ।
ইফতার আয়োজনে অংশ নিয়েছেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র সংগঠন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
আরএম/আরএন