নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ভূইগড় সরদার বাড়ি এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা স্টেজে বসে আছেন, তারা আমাদের নেতাদের দাওয়াতে আসেননি; এসেছেন আমার নেতা তারেক রহমানের দাওয়াতে এবং আহবানে। এগুলো কোনো দানের জিনিস নয়, এগুলো এক একটা তারেক রহমানের ঈদ উপহার আপনাদের জন্য। অতএব, আমরা বিএনপি বিগত ১৫ বছর হামলা-মামলা, যে জুলুমের শিকার হয়েছি। আমাদের আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা আপনাদের সেই ভোটাধিকার ফিরিয়ে দেবো এবং আশা করি, আপনারাও ভোট যথাযথ জায়গায় দেবেন।
বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, বিএনপিতে কোন চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীর জায়গা হবে না, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসএস/আরএন