সাভার প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় সাভার থানা রোডের মুক্তির মোড় এলাকায় অবস্থিত প্রেস ক্লাবের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
তিনি বলেন, 'সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমে আমরা সমাজ তথা রাষ্ট্রের বিভিন্ন সংবাদ পেয়ে থাকি। তবে সাংবাদিককে অবশ্যই পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে যাতে তারা সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবেই তুলে ধরেন।'
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু।
ইফতার মাহফিলে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. রেফাতউল্লাহ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।
এছাড়া, ইফতার অনুষ্ঠানে সাভারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, সাভার প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওএফ/এমএ