| BREAKING: |

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কর্মীদের উপর এমআরটি পুলিশের সদস্যদের লাঞ্ছনার প্রতিবাদে মেট্রোরেল কর্মীরা কর্মবিরতি পালন করছেন। এর ফলে, সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল করলেও টিকেটিং কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে, যাত্রীরা বিনা টিকিটে ভ্রমণ করছেন।
মেট্রোরেল কর্মীরা কাজে যোগ না দেওয়ায় একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এর ফলে, যাত্রীরা বিনা টিকিটে মেট্রোরেলে যাতায়াত করতে পারছেন। এমআরটি কার্ডধারীরা তাদের কার্ড পাঞ্চ করে যাত্রা করতে পারছেন।
জানা গেছে, এমআরটি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে লাঞ্ছিত করেন, যার প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
গতকাল রোববার ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেল সোয়া ৫টায় সচিবালয় স্টেশনে দুইজন নারী সিভিল ড্রেসে, কোনো পরিচয়পত্র ছাড়া, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশের সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান।
এখন, যেহেতু তারা নির্ধারিত ইউনিফর্মে ছিলেন না এবং তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চান। এর ফলে, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান।
পরে, ঠিক একইভাবে, দুইজন এপিবিএন সদস্য সুইং গেট ব্যবহার করে বের হওয়ার সময় গেটটি বন্ধ না করে চলে যান। এ বিষয়ে তাদের কাছে কারণ জানতে চাওয়ার পর তারা পূর্বের ঘটনার জের ধরে তর্কে জড়িয়ে পড়েন। কিছু সময় পরে, পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে সিআরএ’র সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এ সময়, ইএফও থেকে বের হওয়ার সময় কর্মরত সিআরএ’র কাঁধে বন্দুক দিয়ে আঘাত করা হয়, এবং আরেকজন টিএমও’র শার্টের কলার ধরে জোরপূর্বক এমআরটি পুলিশ বক্সে নিয়ে গিয়ে মারধর করা হয়। এরপর বন্দুক তাক করে গুলি করার চেষ্টা করা হয়। এই পরিস্থিতি মেট্রোরেল কর্মপরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
এ অবস্থায়, ১৭ মার্চের মধ্যে ঘটনার মূল হোতা পুলিশ সদস্য (এসআই মাসুদ) কে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্য (কন্সটেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) এর শাস্তি, এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করার দাবি এবং স্টেশনে দায়িত্বরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ সকল কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এছাড়া, অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমতি ছাড়া কেউ যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
আরএন