মানিকগঞ্জে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিঙ্গাইর উপজেলার আজিমপুর এলাকায় এক ব্যক্তি অর্ধগলিত লাশ এবং শিবালয় উপজেলার নবগ্রাম এলাকা থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন, সিঙ্গাইর উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আবুল হোসেন (৪৮) এবং হবিগঞ্জ সদর উপজেলার নবীগঞ্জ গ্রামের নেছার আহমেদ চৌধুরীর ছেলে রুমেন আহমেদ চৌধুরী (৪২)।
সংশ্লিষ্ট থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সিঙ্গাইরের দক্ষিণ আজিমপুর গ্রামে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আবুল হোসেন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল সোমবার তাঁর মা নবীজান বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে আজিমপুর গ্রামের একটি ভূট্টাখেতে দুর্গন্ধ পেয়ে সেখানে যান স্থানীয় লোকজন। সেখানে তাঁরা আবুল হোসেনের অর্ধগলিত লাশ দেখতে পান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এছাড়া আগের স্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ ছিল। এসব বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে শিবালয় থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্যমতে, আজ জেলার শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে রুমেন আহমেদ চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএ/আরএন