দেশের বিভিন্নস্থানে ধর্ষণ, হত্যা,সহিংসতা, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শেরপুর জেলার নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সর্বস্তরের জনগণ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহোযোগিতায় ওই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ক্লোডিয়া নকরেক কেয়া, দিলরুবা বেগম, হাবিবুল্লাহ পাহাড়ী, শাকিব আহাম্মেদ,রুহুল সিদ্দিকী রোমান, একান্ত সিংহ অভি, যুথী ও প্রভা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষককে গ্রেপ্তার করা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। বর্তমানে নারীরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তার নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তার প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন। দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও সেই আইনের প্রয়োগ হচ্ছে না। শিক্ষার্থীসহ দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।
মানববন্ধনে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী শাকিব আহাম্মেদ বলেন, ‘দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পুরো বাংলাদেশসহ নালিতাবাড়ীতে এই ধরনের সাহস কেউ করবেন না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
এমএস/এসআর