দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা "ধর্ষকের ফাঁসি চাই", "নারী নির্যাতন বন্ধ কর", "বিচারহীনতার সংস্কৃতি মানি না", “উই ওয়ান্ট জাসটিস”- এমন নানা স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস এলাকা। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ।
তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা বাড়ছে, অথচ অনেক ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পাচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতি অব্যাহত থাকলে নারীরা কখনোই নিরাপদ হবে না। আমাদের দাবি- ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"
এ সময় উপস্থিত ছিলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউন্সেলিং এবং গাইডেন্সের সহকারী পরিচালক (সাইকোলজিস্ট) আদিবা আক্তার। তিনি বলেন, “বর্তমান সময়ে ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের মতো গুরুতর অপরাধ ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তবে এ ধরণের অপরাধের মাত্রা সমাজে আরও বেড়ে যাবে। এ বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে।”
সমাবেশে উপস্থিত একজন শিক্ষার্থী বলেন, শুধু আইন করলেই হবে না, আইনের বাস্তবায়নও জরুরি। অনেক সময় দেখা যায়, প্রভাবশালীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। আমরা চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
এমএ