১৫ বছর পর বিশাল শোডাউন নিয়ে মাঠে এলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির নব-নির্বাচিত ৭ সদস্যে'র আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনাকে ঘিরে সারা জেলা থেকে জড়ো হয় দলীয় নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় মুন্সীগঞ্জ শহর। কৃষি ব্যাংক সংলগ্ন প্রধান সড়ক জনস্রোতে পরিণত হয়।
বুধবার বিকেল ৪ টায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেলা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। সভাপতিত্ব করেন সদস্য সচিব আলহাজ্ব মো. মহিউদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য শহীদুল ইসলাম মৃধা, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, আমির হোসেন দোলন।
বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল-আলম স্বপন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি শাহীন, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত সরকার, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মজিবর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ আহমেদ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ প্রমুখ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম- আহবায়ক মো. মহিউদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্যে'র কমিটি দেয়া হয় কেন্দ্র থেকে।
এমএইচএস/এসআর