মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক ও ডেইলি অবজারভারের বিজনেজ এডিটর নিজাম উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সন্ধ্যায় নামাজে জানাজা শেষে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার সহকর্মীরা, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যসহ এলাকাবাসী নামাজে জানাজায় অংশ নেন।
এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। নিজাম উদ্দিন আহমেদ পেটের রক্তনালী সংক্রান্ত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিজাম উদ্দিন আহমেদ পাকিস্তান বিমান বাহিনীর চাকরি ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে দীর্ঘ প্রায় তিন মাস তিনি টর্চার সেলে বন্দি অবস্থায় ছিলেন।
এছাড়া নিউ নেশন, রয়টার্স, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি অবজারভারসহ বিভিন্ন পত্রিকা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেছেন। নিজাম উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছে অবজারভার পরিবার।