'খবরের বাহিরে একদিন' এমন শ্লোগানে প্রতি বছরের ন্যায় এবারও নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও মিলন মেলায় প্রেস ক্লাবের সকল উপদেষ্টা ও সদস্যরা তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন। ভিন্ন জগতে অবস্থিত শিশু পার্কসহ দর্শনীয় স্থানসমূহ ঘুরে ঘুরে উপভোগ করেন সকলে।
পাশাপাশি সকল সদস্য ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সদস্যদের সহধর্মিনীদের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান।
আরও বক্তব্য রাখেন, উপদেষ্টামন্ডলীর সদস্য প্রভাষক ছাদের হোসেন, হামিমুর রহমান হামিম, হাবিবুর রহমান হালু, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, হাসিবুল ইসলাম মিতু, যুগ্ম সম্পাদক আবেদ আলী, মাইদুর হাসান, অর্থ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা, দপ্তর সম্পাদক মর্তুজা ইসলাম, সদস্য আসাদুজ্জামান স্টালিন, হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, শরিফুল ইসলাম প্রিন্স, রবিউল ইসলাম, ফরহাদ হোসেন, এরশাদ আলম প্রমুখ।
-এইচএস/এমএ