বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. কালু মো. কালু (৫০) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আক্কেল আলীর ছেলে। তিনি ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে কাজ করতেন।
জানা যায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে প্রায়ই হানা দিচ্ছে। শনিবার ভোরে গহিন পাহাড় থেকে এক দল বন্যহাতি ইছহাক মেম্বার পাড়ায় নেমে পড়ে। পরে হাতিগুলো ধান-চালের খোঁজে একটি খামারে ঢুকে পড়ে। হাতির আক্রমণে সেখানে ঘুমিয়ে থাকা মো. কালু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন।
সরই ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন বলেন, হাতিগুলো প্রথমে বাড়ির চারিদিকে ঘেরাও করে ফেলে। বিশেষ করে ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মত দাঁড়িয়ে থাকে। আর ঘর ভাঙ্গা শুরু করে। পরে ঘরে থাকা ধান-চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুনের কুন্ডুলি জ্বালিয়ে বাড়- ঘর পাহারা দিয়ে হাতির আক্রমন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালিয়েও রক্ষা পাওয়া যাচ্ছেনা। বর্তমানে হাতিগুলো ওই এলাকায় অবস্থান করছে।
এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, হাতির আক্রমণে কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ের খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।
এদিকে, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে নিহত মো. কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন।
এসডি/এমএ