Saturday | 31 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 31 January 2026 | Epaper
BREAKING: দুই দিনে স্বর্ণের ভরিতে কমলো ৩০ হাজার টাকা      শ্রীমঙ্গলে তীব্র শীত, তাপমাত্রা নেমে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে      নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৫      গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে হবে: তারেক রহমান      নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন: ইসি সানাউল্লাহ      ৩৬ দফা ইশতেহার ঘোষণা এনসিপির      সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর      

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৫

Published : Saturday, 31 January, 2026 at 11:06 AM  Count : 26

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যান আরোহী পাঁচ আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াওয়ের ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। তারা সবাই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার বাসিন্দা।

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে মহাদেবপুর হাটের উদ্দেশে যাচ্ছিলেন ওই পাঁচ আদিবাসী কৃষক। পথে ভ্যানটি পাটকাঠি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ভিস দুই দফায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে চারজন আগেই মারা গিয়েছিলেন। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। তবে কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close