ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোগাক্রান্ত মহিষ ক্রয় করে জবাই ও সংরক্ষণের দায়ে কসাই মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তার দোকানের ফ্রিজে রাখা প্রায় ৫০ কেজি রোগাক্রান্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও রফিক সিকদার অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দর একটি অভিযান পরিচালনা করায় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত, যাতে আমরা ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পেতে পারি।
তারা আরও বলেন, অনেক সময় এই বাজারে অসুস্থ পশুর মাংস বিক্রি হয়। আজকের এই অভিযান আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। প্রশাসন যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে খাবার কিনতে পারবে।
ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারের মুদি দোকান ‘মেসার্স মমিন স্টোর’-এ অভিযান চালিয়ে ফ্রিজে রাখা প্রায় ৫০ কেজি রোগাক্রান্ত মহিষের মাংস জব্দ করা হয় এবং তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দোকানের মালিক মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি পরিদর্শনের সময় দক্ষিণ আইচা বাজার ও চরকচ্ছপিয়া বাজারে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে ৯টি মামলায় মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
এসএফ/আরএন