জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশি মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক।
গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী থানার মো. মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।
র্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে বিদেশি মদ বহনকারী ট্রাকটিকে থামার সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে অবৈধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে।
ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে রাখা ১ হাজার ৩ শত ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৯৬ হাজার ৮ শত ৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এলএইচ/আরএন