রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহ্সান উল্লাহ। বুধবার সকাল থেকে তিনি একাডেমি থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাজশাহী জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহ্সান উল্লাহকে আটক করতে বুধবার ভোর ৬টার দিকে পুলিশের একটি বিশেষ দল একাডেমিতে অভিযান চালায়। তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে একাডেমি থেকে পালিয়ে যান।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
“ডিআইজি এহ্সান বুধবার সকাল থেকে অফিসে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জেনেছি। বর্তমানে তিনি নিখোঁজ, এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ডিআইজি এহ্সান উল্লাহ আগেই জানতে পেরেছিলেন যে তাকে গ্রেফতার করতে একটি টিম সারদায় যাচ্ছে। খবর পাওয়ার পর তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি রাজধানীমুখী হয়েছেন।
আরএইচ/আরএন