Sunday | 26 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 26 October 2025 | Epaper
BREAKING: একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      রাজধানীর বাতাসে গ্যাসের গন্ধে 'আতঙ্কের' কিছু নেই: তিতাস      জাতিসংঘ এখন কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর: লুলা      ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩      নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা হাসান      দেশে মাথাপিছু আয় ২৮২০ ডলার, ঢাকায় ৫১৬৩ ডলার      

অবৈধ কোনো যানবাহন মহাসড়কে চলতে পারবে না: বিআরটিএ চেয়ারম্যান

Published : Sunday, 26 October, 2025 at 12:18 PM  Count : 59

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, 'মহাসড়কে অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না। এ ব্যাপারে পুলিশ, বিআরটিএসহ সংশ্লিষ্টরা আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।'

শনিবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং বিআরটিএ পঞ্চগড় সার্কেলের যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত/আহত) ৩২টি পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, 'কোনো লক্কর ঝক্কর গাড়ি মহাসড়কে আমরা চলতে দেব না। এ জন্য বিআরটিএ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সরকারি গাড়িগুলোও কিন্তু ছাড় পাবে না। আমি বিআরটিএ’র গাড়িও ডাম্প করেছি। আমরা এ ব্যাপারে কঠোর। আমি আবারো বলছি এ ব্যাপারে কঠোর অবস্থানে আছি।'

তিনি বলেন, 'সবচেয়ে যে মারাত্মক বিষয়টি আপনারা আলোচনা করেন নাই সেটা হলো আমরা এখন সবাই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আছি। ২০৪০ সাল পর্যন্ত আমাদের ইকোনমিক টেকঅফ প্রবলেম। আমাদের অধিকাংশ ইয়াং জেনারেশন যারা দেশটাকে, ইকোনমিটাকে চাঙ্গা করবে তাদের সংখ্যাটা এখন বেশি। ৪০ এর পরে এই সংখ্যাটা কমতে থাকবে। এ জন্য আমাদের সজাগ হতে হবে।'

তিনি আরও বলেন, 'সড়ক দুর্ঘটনায় নিহতদের মাঝে এটি আর্থিক সহায়তা বরং বিআরটিএ’র পক্ষ থেকে সহযোগিতা। সড়ক দূর্ঘটনা কমানোর জন্য সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। আমি এই দায়িত্বে মাত্র সাড়ে ৩ মাস। আমি ও আমার টিম কাজ করে যাচ্ছি। আমরা সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এই আইন অনুযায়ী ট্রাস্টি বোর্ডের মাধ্যেমে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি। এই ব্যাপারে ব্যাপক প্রচার করা প্রয়োজন। যাতে সব ক্ষতিগ্রস্তরাই কিছুটা আর্থিক সহায়তা পান। সংসার পরিচালনায় তাদের কিছুটা সহযোগিতা হয়।'

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলুর সঞ্চালনায় ও জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফরহাদ হোসেন; বাস মিনিবাস, কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান; পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর হোসেনসহ নিহত পরিবারের স্বজনরা বক্তব্য রাখেন।

এ সময় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর, পঞ্চগড় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক, নিহতের পরিবারের স্বজন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসআই/এমএ
সম্পর্কিত   বিষয়:  অবৈধ    যানবাহন   মহাসড়ক   বিআরটিএ   চেয়ারম্যান  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close