বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, 'চারটি ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন (শিবির) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। কারণটা হলো আমাদের (ছাত্রদল) যোগ্যতা নাই, আমাদের মেধা নাই, আমাদের কর্ম নাই, সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই, ক্যাম্পাসে আমাদের কোনো ইতিবাচক কাজ নাই।'
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধি সভায় ডাকসুর (DUCSU) পূর্ণরূপ জিজ্ঞেস করলে কেউ বলতে না পারায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বাবুল আফসোস করে বলেন বলেন, 'হায়রে ছাত্রদল! আমরা ছাত্রদের নেতৃত্ব দেব! নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের (ছাত্রদল) নাই। যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা (শিবির) জিতে, জাকসুতে ওরা জিতে, চাকসুতে ওরা জিতে, রাকসুতে ওরা জিতে।'
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সম্পর্কে তিনি বলেন, 'আল্লাহ্ এবার ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নেবে ঠিকই, কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না, যদি না আমরা মানুষের মন জয় করে চলতে না পারি। মানুষের মন আমরা জয় করে চলতে পারছি না বলেই গত ১৪ মাসে ভোট অনেক কমেছে।'
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের বিএনপির সম্ভাব্য এ এমপি প্রার্থী ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনের পড়ার ইঙ্গিত দিয়ে বলেন, 'সেরা ও মেধাবী ছেলে-মেয়েরাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে, তারা আমাদেরকে (ছাত্র সংসদ নির্বাচন) ভোট দেয় নাই। ওই ছেলে-মেয়েরা মাদারগঞ্জ-মেলান্দহেই বসবাস করে, বাংলাদেশেই তারা বসবাস করে। তাদের প্রভাব নেই তাদের বাড়িতে? তাদের ঘরে, পরিবারে, আত্মীয়-স্বজনের ওপরে? (অবশ্যই আছে)।'
রোববার সকালে মাদারগঞ্জের এক সংবাদ কর্মী এ বক্তব্যের ভিডিও ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বক্তব্যটি অনেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করেন। মিশ্র প্রতিক্রিয়াসহ নানা মন্তব্য করেন। তবে এ বক্তব্যকে ইতিবাচক ও শিক্ষণীয় হিসেবেই দেখছেন দলীয় নেতাকর্মীরা।
জেডজে/এমএ