মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে ও সদস্য সচিবের পদ পুনর্বহালের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয় সড়ক থেকে শুরু করে বিশাল এলাকা জুড়ে শত শত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। এতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানান।
এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা কমিটির আহ্বায়ক মো. মহসিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নুর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগ, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফসান রাফি, ছাত্রদল নেতা সাফিল আস সামি, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত পত্রে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার দলীয় পদ স্থগিত করা হলো এবং তদস্থলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে চিঠিতে বলা হয়।
এই স্থগিতাদেশের খরব পাওয়ার পরইপরই ওই রাতেই উত্তাল হয়ে ওঠে মুন্সীগঞ্জ শহর। বিক্ষোভ-মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয় শহরে। এরপর রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে দলীয় নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এসে সমাবেশ করেন।
এদিকে, জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কি কর্মকান্ডে জড়িত তা আমি জানিনা। আমাকে কোন কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়নি।
এমএইচএস/এসআর