Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে: আইনজীবী      বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা      শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ      নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮      

মালয়েশিয়ায় ৩ মাসে একজন কর্মীও পাঠাতে পারেনি বোয়েসেল

Published : Monday, 8 September, 2025 at 2:53 PM  Count : 241

ফাইল ছবি

সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বোয়েসেল এর অভিবাসন ব্যয় এবং সিআইডির তদন্ত কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিতর্ক এ সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। মালয়েশিয়ার সম্ভাবনাময় শ্রমবাজারে প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যে নতুন ভাবে কর্মী পাঠানো শুরু করলেও বাংলাদেশ থেকে কর্মী যাওয়া এখনো শুরু হয়নি। 

এর ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে অন্য দেশের শ্রমিকরা স্থান পাচ্ছে, অথচ বাংলাদেশি কর্মীরা রয়ে যাচ্ছেন অনিশ্চয়তায়। গত জুলাই থেকে নির্ধারিত সময়ের প্রায় তিন মাস হয়ে গেলেও এখন পর্যন্ত একজন শ্রমিককেও মালয়েশিয়া পাঠাতে পারেনি বোয়েসেল। উল্টো যাদেরকে বিনা খরচে পাঠানোর কথা তাদের কাছ থেকে আদায় হচ্ছে এক লাখ ৬২ হাজার ৫০০ টাকা করে। 

# ৩১ ডিসেম্বরের মধ্যে ৭৮৭৩ জন শ্রমিকের মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত! 
# বিপর্যয় এড়াতে জনশক্তি খাত সংশ্লিষ্টরা দ্রুত প্রাইভেট রিক্রটিং এজেন্সিদের দায়িত্ব দেয়ার সুপারিশ করছেন।
# মালয়েশিয়ার শ্রমবাজারে বৈষম্যের থাবা: সরকারি খরচ ১,৬২,৫০০; বেসরকারি খরচ ৭৮ হাজার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংর্স্থান মন্ত্রণালয় থেকে গত সপ্তাহে জারি করা সার্কুলারে দেখা গেছে, সরকারি সংস্থা বোয়েসেল এর মাধ্যমে শ্রমিক পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। ২০২২ থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য সরকার অনুমোদিত খরচ ধরা হয়েছিল ৭৮ হাজার ৯০০ টাকা। ফলে বোয়েসেল উচ্চমাত্রায় অভিবাসন ব্যয় নির্ধারণ করাকে অবাস্তব বলছেন সংশ্লিষ্টরা। 

তাদের মতে, কোন যুক্তিতে সরকারি খরচের চেয়ে বেসরকারি অভিবাসন খরচ অস্বাভাবিক কম নির্ধারণ করা হয়েছে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। 

অভিবাসন খাত সংশ্লিষ্টদের ধারণা এবং অভিযোগ, বোয়েসেল ভিসা ব্যবসায় জড়িয়ে পড়ছে।

পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ থেকে ২০১৬ এই ৫ বছরে বোয়েসেল মালয়েশিয়ায় জিটুজি চুক্তিতে একচেটিয়া কর্মী প্রেরণের সুযোগ দিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু ওই ৫ বছরে বোয়েসেল হতাশাজনক ভাবে মাত্র সাত হাজার কর্মী পাঠাতে সক্ষম হয়। অথচ ওই ৫ বছরে নেপাল, মিয়ানমার ও ইন্দোনেশিয়া থেকে প্রায় ১৫ লাখ শ্রমিক নেয় মালয়েশিয়া। বোয়েসেল এর কর্মসীমাবদ্ধতার কারণে বাংলাদেশ অন্তত ৫ লক্ষ শ্রমিক প্রেরণ থেকে বঞ্চিত হয়। টাকার অংকে সেই বঞ্চিত রেমিটেন্সের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার। যার দায়ভার শুধুমাত্র বোয়েসেল এর। 

ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযোগ করেছে- কিছু বেসরকারি এজেন্সি ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অভিবাসন খরচ নিয়েছে এবং এ নিয়ে সিআইডি তাদের বিরুদ্ধে অর্থপাচার মামলাও করেছে। অথচ এই টাকার অঙ্কটি বোয়েসলের নির্ধারিত খরচের চেয়েও অনেক কম।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, সৌদি আরবসহ অন্যান্য দেশে অভিবাসন ব্যয় প্রায় একই হলেও কেবল মালয়েশিয়ার ক্ষেত্রে অনুসন্ধান ও মামলা জটের কারণে বাংলাদেশি কর্মীরা বঞ্চিত হচ্ছেন। এ ক্ষেত্রে সরকারের কিছু অতি উৎসাহী কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার অদক্ষতা দায়ী। মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী ১৪টি সোর্স কান্ট্রির মধ্যে কেবল বাংলাদেশেই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচার বা অর্থপাচারের মামলা হয়। অন্য কোনো দেশেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয় না।

আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক প্রভাব
জানা গেছে, বোয়েসেল এর ধীরগতির কর্মপদ্ধতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণের পারদর্শীতা নিয়ে মালয়েশিয়ার নিয়োগকর্তারা নানা শঙ্কার মধ্যে রয়েছেন। মালয়েশিয়া সরকার ঘোষিত শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘ওয়ান অফ প্রোগ্রাম’ এর আওতায় ৭ হাজার ৮৭৩ জন শ্রমিককে ১ জুলাই ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মাঝে প্রেরণের সুযোগ দিলেও এখনো পর্যন্ত বোয়েসেল একজন কর্মীও পাঠাতে পারেনি। 

পক্ষান্তরে, একই কর্মসূচির আওতায় নেপাল ইতোমধ্যে ২০ হাজার কর্মী পাঠিয়েছে। এবং ডিসেম্বরের মাঝে আরও ৩০ হাজার কর্মী প্রক্রিয়াধীন আছে। সুতরাং আপাতদৃষ্টিতে ধারণা করা যাচ্ছে বোয়েসেল কর্তৃক হয়তো ১০ জন কর্মীও পাঠানো সম্ভব নয়। বিপর্যয় এড়াতে জনশক্তি খাত সংশ্লিষ্টরা দ্রুত প্রাইভেট রিক্রুটিং এজেন্সিদের দায়িত্ব দেয়ার সুপারিশ করছেন। অন্যথায়, আরও ৭ হাজার ৮৭৩ জন শ্রমিকের স্বপ্ন ভঙ্গের দায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকেই নিতে হবে। 

এতসব প্রতিবন্ধকতা পর আবার অর্থপাচারের অভিযোগে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ শ্রমিক সরবরাহকারী দেশ হিসেবে সমালোচিত হচ্ছে। ফলে বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালয়েশিয়ান নিয়োগদাতাদের আস্থা কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় শ্রমবাজারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।  

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ সরকার শ্রমিক পাঠানো পুনরায় শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি মালয়েশিয়া সফর করেন। তবে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে সিআইডি’র  চলমান তদন্ত ও মামলার কারণে বিষয়টির অগ্রগতি হয়নি। 

বোয়েসেল এর ব্যর্থতা ও ভরাডুবির পর ২০১৭ সালে বাংলাদেশ সরকার জিটুজি প্লাস চুক্তির আওতায় ২০১৭-১৮ এবং ২০২২-২৪ মেয়াদে প্রায় ৭ লক্ষ ৫৫ হাজার কর্মী সফল ভাবে মালয়েশিয়ায় প্রেরণ করা হয়। এতে বিগত ৫ বছরে রেমিটেন্স আয় তিনগুন বৃদ্ধি পায়। 

সংকটে প্রবাসীর রেমিট্যান্স
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান আয় প্রবাসী রেমিট্যান্স। শ্রমিক রপ্তানি ব্যাহত হলে সরাসরি প্রভাব পড়বে দেশের বৈদেশিক মুদ্রা আয়ে। 

শ্রমবাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান জটিলতা দ্রুত সমাধান না করলে বাংলাদেশের শ্রমবাজারের সুনাম ক্ষুণ্ণ হবে এবং প্রবাসী আয়ের ধারা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান পুনরুদ্ধার করতে না পারলে দীর্ঘমেয়াদে জনশক্তি রপ্তানি খাত মারাত্মক সংকটে পড়তে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, 'মন্ত্রণালয় নির্ধারিত ব্যয়ে আমরা শ্রমিক পাঠাবো।'

শিগগিরই শ্রমিক পাঠানো শুরু করতে পারবেন বলে তিনি আশা করেন।

এমএ
সম্পর্কিত   বিষয়:  কর্মী   বোয়েসেল   মালয়েশিয়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close