Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: কাদের নিয়ে বিএনপি জোট করবে জানালেন সালাহউদ্দিন      সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ      জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা      উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু      ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর-যানবাহনে অগ্নিসংযোগ       এল ক্লাসিকোয় রিয়ালের জয়      মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডসের শেষ টি-২০ ম্যাচ

Published : Wednesday, 3 September, 2025 at 10:23 PM  Count : 81

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি দু’দফা স্থগিত হয়—প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং পরে প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ আগেই সিরিজ নিশ্চিত করেছিল ২-০ ব্যবধানে।

সিরিজের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। শিশিরের প্রভাব মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নেয়। সুযোগ পেয়ে ভালোই শুরু করেন বাংলাদেশের অধিনায়ক ও ওপেনার লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে ৪৬ বলে ৭৩ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। প্রথম ম্যাচেও ফিফটি করেছিলেন তিনি, আর এবার সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

তবে মিডল অর্ডারে তাওহীদ হৃদয় (১৪ বলে ৯) ও শামীম হোসেন (১৯ বলে ২১) কিছুটা ব্যর্থ ছিলেন। ইনিংসের শেষ দিকে জাকের আলী ও নুরুল হাসান সোহান হাত খুলে খেলতে শুরু করলে আবারও নামে বৃষ্টি।

বৃষ্টি নামার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। জাকের আলী ১৩ বলে একটি করে চার ও ছক্কায় করেন ২০ রান। নুরুল হাসান ১১ বলে দুটি ছক্কায় করেন ২২ রান। এছাড়া সাইফউদ্দিন ৮ বলে করেন ১২ রান।

আগেই সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন আনে। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন ছিলেন না একাদশে। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মাহেদী। পরিবর্তিত দলে জায়গা পান শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

সিরিজটি ছিল মূলত এশিয়া কাপের আগে দলের কম্বিনেশন ও প্রস্তুতি যাচাইয়ের একটি সুযোগ, যেখানে বাংলাদেশ নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর মতো পারফরম্যান্সই উপহার দিয়েছে।

আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close