নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি দু’দফা স্থগিত হয়—প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং পরে প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ আগেই সিরিজ নিশ্চিত করেছিল ২-০ ব্যবধানে।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। শিশিরের প্রভাব মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নেয়। সুযোগ পেয়ে ভালোই শুরু করেন বাংলাদেশের অধিনায়ক ও ওপেনার লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে ৪৬ বলে ৭৩ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। প্রথম ম্যাচেও ফিফটি করেছিলেন তিনি, আর এবার সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
তবে মিডল অর্ডারে তাওহীদ হৃদয় (১৪ বলে ৯) ও শামীম হোসেন (১৯ বলে ২১) কিছুটা ব্যর্থ ছিলেন। ইনিংসের শেষ দিকে জাকের আলী ও নুরুল হাসান সোহান হাত খুলে খেলতে শুরু করলে আবারও নামে বৃষ্টি।
বৃষ্টি নামার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। জাকের আলী ১৩ বলে একটি করে চার ও ছক্কায় করেন ২০ রান। নুরুল হাসান ১১ বলে দুটি ছক্কায় করেন ২২ রান। এছাড়া সাইফউদ্দিন ৮ বলে করেন ১২ রান।
আগেই সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন আনে। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন ছিলেন না একাদশে। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মাহেদী। পরিবর্তিত দলে জায়গা পান শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
সিরিজটি ছিল মূলত এশিয়া কাপের আগে দলের কম্বিনেশন ও প্রস্তুতি যাচাইয়ের একটি সুযোগ, যেখানে বাংলাদেশ নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর মতো পারফরম্যান্সই উপহার দিয়েছে।
আরএন