Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে: আইনজীবী      বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা      শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ      নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮      

আওয়ামী লীগ ভারত থেকে গুজব ছড়াচ্ছে: ফখরুল

Published : Tuesday, 2 September, 2025 at 9:51 PM  Count : 61

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা রক্ষা করব। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ভারতে গিয়ে ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঘোষিত র‌্যালির পরিবর্তে বিএনপির নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন।

মির্জা ফখরুল বলেন, চারদিকে অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে কান দেবেন না। এগুলো বিভ্রান্তি ছড়ানোর কৌশল। আওয়ামী লীগই ভারত থেকে সামাজিক মাধ্যমে এসব গুজব ছড়াচ্ছে, যাতে আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই—আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ, আর সেই ঐক্য নিয়েই বিজয় ছিনিয়ে আনব।

খাল পরিষ্কার করতে আসা নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, নেতারা আজ কোট-স্যুট পরে এসেছেন, সবাই সাজগোজ করে এসেছেন—এভাবে কি খাল পরিষ্কার করা যায়? না, যায় না। গামবুট পরুন, হাফপ্যান্ট পরুন, হাতে নেমে কাজ করুন, উৎসাহ নিয়ে অংশ নিন।

নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, কেউ কেউ পার্লার থেকে এসেছেন—এভাবে হবে না। আমাদের জনগণের কাছে যেতে হবে, ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। শুধু স্লোগান বা হাততালি দিয়ে রাজনীতি হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে নদী-খাল পুনঃখনন করেছিলেন, আমাদেরও তেমনি কাজ করতে হবে।

বিএনপিকে “চাটার দলে” পরিণত না করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, শুধু স্লোগানে না, শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই রাজনীতি করতে হবে। বিএনপিকে আওয়ামী লীগের মতো সুবিধাবাদী দলে পরিণত হতে দেওয়া যাবে না। তা হলে জনগণ বিএনপিকেও ভালোবাসবে না।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবচেয়ে আগে আপনাদের নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না—বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে। যেন বিএনপির নামে কোথাও কোনো বদনাম না হয়। আপনারা বড় দল, আপনাদের দায়িত্বও বেশি।

দেশের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছা নেই, তিনি কেবল দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপিই আগামী দিনে দেশের ক্ষমতার ভারসাম্য আনবে।

আইনের প্রতি বিএনপির শ্রদ্ধাশীল অবস্থান তুলে ধরে ফখরুল বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে। বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত খাল পরিষ্কার অভিযানে দলের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএন
সম্পর্কিত   বিষয়:  বিএনপি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close