| BREAKING: |

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় এক মা ও তার নবজাতক সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং তাদের দুই মাস বয়সী পুত্র রিসাদ কাইফ।
পুলিশ জানায়, গোলাম রব্বানী মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি পাউশগাড়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে কহিনুর ও শিশু রিসাদ ছিটকে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু ঘটে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।
এমআর/আরএন