Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে: আইনজীবী      বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা      শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ      নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮      

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ

Published : Friday, 15 August, 2025 at 8:48 PM  Count : 126

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে স্বীকার করি, তবে একই সঙ্গে তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিগুলো ভুলে যেতে পারি না।


তিনি বলেন, তার নেতৃত্বেই বাংলাদেশ এক পর্যায়ে ভারতের করদ রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালে গণবিরোধী একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়, যা লুণ্ঠন, রাজনৈতিক হত্যাকাণ্ডএকদলীয় বাকশাল শাসনের ভিত্তি গড়ে তোলে


শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি


ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরও লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূল কেন্দ্রে রয়েছেমুজিব পূজা’ ও ‘মুক্তিযুদ্ধ পূজা’—এক ধরনের রাজনৈতিক মূর্তিপূজা, যা ব্যবহার করা হয়েছে জনগণকে দমন করতে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে এবং নাগরিকদের প্রথমদ্বিতীয় শ্রেণিতে ভাগ করতেএটি একবিংশ শতাব্দীর নতুন জমিদারত্ব, যা গণতন্ত্রের মুখোশ পরে এসেছেঅথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম


এনসিপি আহ্বায়ক আরও লিখেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে শাসন করেছেদায়িত্বজ্ঞানহীনভাবেমুজিবের নামে দুর্নীতিদমন-পীড়নের বৈধতা দেওয়া হয়েছে বারবার


তিনি দাবি করেন, ২০২৪ সালের জনগণের অভ্যুত্থানজমিদারতন্ত্রকে ভেঙে দিয়েছেএখন আর কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না, কিংবা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না। ‘জাতির পিতানামক উপাধি ইতিহাস নয়; এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ারযা মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহৃত হয়েছেবাংলাদেশ কারো একক সম্পত্তি নয়এই রাষ্ট্রের জন্মভবিষ্যতের মালিকানা কেউ দাবী করতে পারে না


নাহিদ ইসলাম লিখেন, মুজিববাদ হলো শেখ মুজিবমুক্তিযুদ্ধের নামে তৈরি একটি ফ্যাসিস্ট আদর্শআমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এই ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে


তিনি আরও বলেন, মুজিববাদ একটি বিভাজনমূলকফ্যাসিবাদী দর্শন, যার অর্থ হলো গুম, খুন, ধর্ষণ এবং সংগঠিত মানবাধিকার লঙ্ঘনএটি জাতীয় সম্পদের লুটপাটবিদেশে পাচারের নীতিকে প্রতিনিধিত্ব করেমুজিববাদ ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতাসংখ্যালঘুদের জমি দখলের আদর্শকে ধারণ করেএটি জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার পথ তৈরি করে


তিনি বলেন, ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে, যার প্রতীকের পেছনে ঘটেছে অপহরণ, হত্যা, লুণ্ঠনগণহত্যা


সবশেষে নাহিদ ইসলাম লেখেন, মুজিববাদ একটি জীবন্ত বিপদএকে পরাজিত করতে হলে প্রয়োজন রাজনৈতিক, আদর্শিকসাংস্কৃতিক প্রতিরোধআমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র নির্মাণের জন্যএকটি সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে কোনো দল, পরিবার বা নেতা জনগণের ঊর্ধ্বে নয়বাংলাদেশ কারো সম্পত্তি নয়এটি জনগণের প্রজাতন্ত্র


আরএন

সম্পর্কিত   বিষয়:  এনসিপি   নাহিদ ইসলাম  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close