খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামে একটি বসতবাড়ীতে চিংড়ি মাছ পুশের দায়ে ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা হলেন, মদিনাবাদ গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র মোঃ সাজিদুল (৩০) ও মিনহাজুলসহ আরও ৩ ব্যবসায়ী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় চিংডিতে পুশকৃত আনুমানিক ৫০ কেজি চিংড়ি মাছ, জেলি, সিলিস জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩১(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী। তিনি জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি মারাত্মক অপরাধ। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুমির কুমার সরকার, বাংলাদেশ নৌবাহিনীর চৌকসটিমসহ স্থানীয়রা।
এসএমএস/এসআর