| BREAKING: |

কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গাংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—মুসা (১১), হারিছ (৬৫), তোফাজ্জল (২২), জয়নাল (৩৫), মো. ফারুক (২৬), নাঈম (২২), মোফাজ্জল (১৭), ফারুক (২৩), মো. শাহজালাল (৩৭), পপি (২২), রতন (২৮), মামুন (২২)সহ মোট ১৯ জন।
স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে মাসুদ নামের এক যুবকের চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাঁদা গিয়ে পড়ে তাজুল ইসলামের শরীরে। এ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এরই জের ধরে কিরাটন গাংপাড়া ও কিরাটন গোরারগোপ এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এই ঘটনার জের ধরেই সোমবার সকাল ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিএইচ/আরএন