ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনায় এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর হালদার পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত প্রিয়া অধিকারী (২৪) এক শিশু সন্তানের জননী এবং ওই গ্রামের নারায়ণ অধিকারীর ছেলে হোটেল ব্যবসায়ী দেবব্রত অধিকারীর স্ত্রী।
নিহতের চাচা শশুর বিশ্বনাথ অধিকারী বলেন, বুধবার রাতে গরুর ঘাস খাওয়ানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। সকালে সে ঘুম থেকে উঠে বাড়িতে পূজা উদযাপনও করছে। দুপুরে গৃহবধূর শাশুড়ী, শশুর ও স্বামীর জন্য বলুহর বাসস্ট্যান্ডের হোটেলে খাবার দিতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, এ ঘটনার সময় পাশেই বলুহর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে "জীবনকে ভালোবাসুন, আত্মহত্যাকে না বলুন" এমন প্রতিপাদ্যে বিশেষ উঠান বৈঠক চলছিলো। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
একদিকে আত্মহত্যার প্রবণতা রোধে উপজেলা প্রশাসনের আয়োজনে উঠান বৈঠক অন্যদিকে একই সময়ে পার্শ্ববর্তী গ্রামে গৃহবধূর আত্মহত্যার ঘটনা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
তালশার ক্যাম্প ইনচার্জ এসআই তবিবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কোটচাঁদপুর মডেল থানায় রাখা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরইউ/এমএ