খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শুরু হয়েছে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা- ২০২৫। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের সামনের মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন, 'খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবেও সুস্থ রাখতে সহায়তা করে। ফুটবল আমাদের জাতীয় ও সাংস্কৃতিক আবেগের অংশ। তবে মাঠে খেলতে নেমে সকলকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং রেফারির সিদ্ধান্ত মেনে চলতে হবে।'
তিনি বলেন, 'জুলাই আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর স্মরণে টানা দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ও চিত্তাকর্ষক খেলার মধ্য দিয়ে এটি দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে।'
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
তিনি বলেন, খেলার মূল সৌন্দর্য স্পোর্টসম্যানশিপে। তিনি রেফারির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে সকলকে খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বাংলা ডিসিপ্লিনের হিমেল এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মামুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।
এ সময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন। দলের পক্ষে দুটি গোলই করেন ২২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক। যার সুবাদে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এসএম/এমএ