টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিডি) বাস্তবায়নের লক্ষে ফেনীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভায় জানানো হয়- ফেনীতে ৫ লক্ষাধিক শিশুকে দেয়া হবে টাইফয়েডের টিকা।
ফেনীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
সভায় টিসিডি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনের সঞ্চালনায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তাহের এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
সভায় জানানো হয়, সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহ এই ক্যাম্পেইন চলবে। এক ডোজ টিসিডি টিকা দিন আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকলকে এক ডোজ টিসিডি টিকা প্রদান করা হবে। টিসিডি টিকাদানের পূর্বে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। এতে টাইফয়েড জ্বর, টিকার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীগণ টিসিডি বিষয়ে জনসচেতনতা তৈরি ও অপপ্রচার রোধে ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, টাইফয়েড নির্মূলে আমাদের সবাইকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলে ফেনী জেলা টাইফয়েড নির্মূল সম্ভব হবে। এক্ষেত্রে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে আমরা যদি স্বাস্থ্য এবং শিক্ষায় গুরুত্ব দেই, তাহলে আমাদের দেশে সুস্বাস্থ্যের অধিকারী একটি শিক্ষিত জাতি গড়ে উঠবে। যার সুফল সমগ্র বাংলাদেশ পাবে।
এমএটিবি/ এসআর