শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান ঘটিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। হবিগঞ্জের মানুষকে চিকিৎসার জন্য সিলেট ও ঢাকায় যেতে হয়—এ অবস্থা পরিবর্তনে এনসিপি সরকার গঠন করলে স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দিয়ে হবিগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে মুজিববাদমুক্ত একটি বাংলাদেশ গড়া হবে, যেখানে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয়ভাবে ঘোষিত পদযাত্রা শেষে হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলা আহ্বায়ক নাহিদ উদ্দিন তারেক। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, ও ডা. তাসনীম জারা। এছাড়া বক্তব্য রাখেন হবিগঞ্জ জুলাই পদযাত্রার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মীর দুলাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন প্রমুখ।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, কিন্তু সেই বিপ্লবের আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি।
তিনি ছাত্র-জনতাকে আবারও রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে।
এদিন বিকেল ৪টায় হবিগঞ্জ সার্কিট হাউসে পৌঁছান এনসিপি নেতৃবৃন্দ। বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
এনসিপির পদযাত্রা উপলক্ষে প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
এমআর/আরএন