রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটি ইউনিট।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, মাইলস্টোন কলেজে একটি ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ইউনিটগুলো উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো হয়েছে।
মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে। এতে অনেকে হতাহত হয়েছেন।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছুটি করতেও দেখা গেছে। এসব ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত ভবনের পাশেই আগুন জ্বলছে। সেই সঙ্গে উড়ছে ধোঁয়ার কুণ্ডলি। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা গেছে।
দুর্ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা গুরুত্বর আহতদের দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে।
আরএন