আগামী ২২ জুলাই লক্ষ্মীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শনিবার (১৯জুলাই) বিকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম।
তিনি বলেন, ২২ জুলাই বিকেলে লক্ষ্মীপুর ঝুমুর চত্বর থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি দক্ষিণ তেমুহনী হয়ে উত্তর তেমুহনী এসে শেষ হবে। পরবর্তীতে উত্তর তেমুহনী আফনান চত্বরে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উত্তর তেমুহনী সমাবেশে বক্তব্য শেষে এনসিপি কেন্দ্রীয় নেতারা চাঁদপুর রওনা দেবেন। পথিমধ্যে রামগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পদযাত্রায় অংশ নেবেন তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন, এনসিপি নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল হামীদ, মোবারক হোসেন, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হানসহ অনেকে।
আরএইচআর/এসআর