স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে আসে, তাহলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেয়ার চিন্তাভাবনা করছে সরকার।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং তারা নিজেদের মতামত অনুযায়ী ঘোষণাপত্রের খসড়া সরকারকে প্রদান করেছে। বর্তমানে আবারও এই কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে যাতে আগামী ৫ আগস্ট ঘোষণাপত্র দেওয়া সম্ভব হয়। তবে সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। আশা করছি, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসার পর ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।
এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল এবং সাবেক সভাপতি কাজী নাজমুস সা’দাত। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান প্রমুখ।
পরে স্থানীয় সরকার উপদেষ্টা শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উম্মুক্ত মঞ্চে ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক ‘স্মৃতির মিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি ২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণঅভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন। একই অনুষ্ঠানে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৩টি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। পরে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই মিনার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
এনআই/আরএন