জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন সভাপতি এবং জহুরুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সোয়া এক ঘণ্টা কাউন্সিলরদের ভোটগ্রহণ চলে।
ভোট শেষে রাত পৌণে ৮টার দিকে সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ ওয়ারেছ আলী মামুন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন (চেয়ার প্রতীক) পান ৩৭১ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লেকু (আনারস) ২৩০ ভোট।
সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু (ফুটবল প্রতীক) পান ৩৩৩ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহ্ আশরাফুল আলম ফকির (ছাতা) ২৬৫ ভোট।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারিক সম্মেলনে সভাপতিত্ব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন উপস্থাপনা করেন।
প্রায় ১৬ বছর পর বহুল প্রতীক্ষিত এ সম্মেলন অনুষ্ঠিত হলো। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৭১ জন করে মোট ৬৩৯ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন উপজেলা যুবদলের বর্তমান আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক। তিনি সরিষাবাড়ী পৌরসভার মেয়র ছিলেন।
এছাড়া, সাধারণ সম্পাদক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু একইসঙ্গে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেডজে/এমএ