২০২৪-২০২৫ অর্থবছরে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী উপজেলার ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
সোমবার (৩০ জুন) সকালে ইউএনও আশরাফুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহল্লাদার মো. আবু সামা। তাদেরকেও অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ইউএনও আশরাফুল আলম রাসেল শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষদের কাছ থেকে পাচ্ছেন অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা।
তিনি বলেন, "এই উপজেলায় যোগদানের পর থেকেই আমি উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা পেয়েছি। প্রতিটি কার্যক্রমে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, ইউপি সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, উদ্যোক্তাসহ সবার সহযোগিতায় কাজ সহজ হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছি। এই স্বীকৃতি আমার জন্য আনন্দের ও গর্বের। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।"
জেএইচ/আরএন