Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: কাদের নিয়ে বিএনপি জোট করবে জানালেন সালাহউদ্দিন      সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ      জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা      উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু      ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর-যানবাহনে অগ্নিসংযোগ       এল ক্লাসিকোয় রিয়ালের জয়      মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      

ইন্টারনেট ছাড়াও কাজ করবে রোবট

Published : Sunday, 29 June, 2025 at 1:56 PM  Count : 98

এতদিন রোবটের অনেকটাই নির্ভরতা ছিল ইন্টারনেট ও রিমোট সার্ভারের ওপর। এ নির্ভরতা কমিয়ে এনে রোবটকে আরও স্বাধীন ও কার্যক্ষম করে তুলতে বড় এক পদক্ষেপ নিয়েছে গুগলের এআই ডিভিশন ডিপমাইন্ড।

প্রতিষ্ঠানটি সম্প্রতি উন্মোচন করেছে নতুন একটি মডেল, ‘জেমিনাই রোবটিক্স অন-ডিভাইস’, যা ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে সক্ষম। এ মডেলটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোবটগুলো প্রয়োজনীয় কম্পিউটিং নিজের মধ্যেই সম্পন্ন করতে পারে। অর্থাৎ, এটি আর রিমোট সার্ভার বা ডেটা নেটওয়ার্কের ওপর নির্ভর করে না। ফলে এটি সংবেদনশীল ও ইন্টারনেটবিহীন পরিবেশেও কাজ করতে পারবে। যেমন- দূরবর্তী অঞ্চল বা এমনকি মহাকাশে।

ডিপমাইন্ডের রোবটিক্স বিভাগের প্রধান কারোলাইনা পারাডা বলেন, ‘এটি রোবটিক্স প্রযুক্তিকে আরও সহজলভ্য ও অভিযোজ্য করে তুলবে। বিশেষ করে এমন কাজে, যেখানে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই, সেখানেও এটি কার্যকরী হবে।’ 

তিনি বলেন, ‘এ মডেল মাত্র ৫০ থেকে ১০০ বার দেখে কোনো কাজ শেখার সক্ষমতা রাখে। যেমন- কাপড় ভাঁজ করা বা ব্যাগের চেইন খোলা।’

রোবটিক্সের এ ‘অন-ডিভাইস’ বিপ্লবে গুগল একা নয়। শীর্ষস্থানীয় চিপ নির্মাতা এনভিডিয়াও এরই মধ্যে নিজেদের ‘আইজ্যাক গ্রুট এন১’ নামের একটি নতুন মডেল এনেছে, যেটি মানুষের মতো প্রতিক্রিয়া অনুকরণ করতে সক্ষম। এ মডেলটি তৈরি করা হয়েছে ফাস্ট-থিঙ্কিং অ্যাকশনের ওপর ভিত্তি করে, যেন এটি বাস্তব জীবনের দৈনন্দিন কাজগুলো মানুষের মতো দ্রুত ও স্বাভাবিক ভাবে করতে পারে।

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছিলেন, ‘রোবটিক্সে সাধারণ সক্ষমতার যুগ শুরু হয়ে গিয়েছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উন্নত মডেলের মাধ্যমে গোটা বিশ্বে রোবটিক্স ও এআইয়ের পরবর্তী অধ্যায় উন্মোচিত হবে। বলা চলে, ইন্টারনেট ছাড়াও কাজ করার মতো সক্ষমতা রোবটদের একটি নতুন যুগে প্রবেশ করিয়েছে। যেখানে তারা শুধু স্মার্ট নয়, এখন আরও স্বাধীন ও অভিযোজিত। এটা শুধু প্রযুক্তির উন্নয়ন নয় বরং এআইকে বাস্তব জীবনে মানবসঙ্গী হিসেবে গড়ে তোলার বাস্তব পদক্ষেপ।’

এমএ
সম্পর্কিত   বিষয়:  ইন্টারনেট   রোবট  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close