পাবনার চাটমোহরে প্রিমিয়ার লীগ (সিপিএল) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চাটমোহর সরকারি কলেজ মাঠে এ খেলার আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাব।
খেলায় শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘ ১১৮ রানে মথুরাপুর আদর্শ ক্লাবকে পরাজিত করে।
টসে জিতে শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘ সীমিত ১৫ ওভারে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে মথুরাপুর আদর্শ ক্লাব ১০ ওভার ৩ বল খেলে সব উইকেট খুইয়ে ৭৩ রান সংগ্রহ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা।
এ সময় পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম মওলা, দৈনিক চলনবিলের সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, চ্যানেল ২৪ এর পাবনা জেলা প্রতিনিধি শাহীনুর রহমান শাহীন, ভোরের কাগজের প্রতিনিধি বকুল রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের আহ্বায়ক সালাউদ্দিন সাব্বির, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রিকেট টুর্নামেন্টে প্রাইজমানি ছিল ৩০ হাজার (চ্যাম্পিয়ন দল) টাকা এবং ২০ হাজার (রানার আপ দল) টাকা।
আরআর/এমএ