শুক্রবার (১৩ জুন) ভোরে এই ঘটনা ঘটে।
পুশইনকৃত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলাধীন কালিয়া থানার শীতলপাটি গ্রামের আকাশ মোল্লা (৬০), হিরিনা বেগম(৫২), হাসু মোল্লা (৩৪), বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), আহমেদ মোল্লা (৮), রাবেয়া মোল্লা (৪), মনির মোল্লা (৩০), ঝরনা খাতুন (২৮), সুমাইয়া খাতুন (১১), আলামিন মোল্লা (৮), সুমাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪), ইব্রাহিম মোল্লা (২) ও তাজমা বেগম (৪০)।
অচিন্তপুর ক্যাম্পের বিজিবি দুপুরে তাদের বিরামপুর থানায় সোপর্দ করেছে।
অচিন্তপুর বিওপি’র নায়েব সুবেদার রফিকুল ইসলাম পুশইন করা ১৫ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এমআর/এসআর