নাটোরের সিংড়া উপজেলার বড় আদিমপুর গ্রামে মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় কবরস্থানের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিয়াস বাজার এলাকার মাবিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন: আসাদ আলী (৪০), মাহাবুব হোসেন (৩৮), হামিদুল (৪০), রাকিবুল ইসলাম (৩৫), জাকির হোসেন (৪৫), আশরাফুল ইসলাম (৪০), আজিমদ্দিন (৪২) ও আব্দুল বারি (৪৫)।
বড় আদিমপুর কওমী মাদ্রাসার সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, গ্রামের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক অর্থ রয়েছে এবং তিনি চার বছর ধরে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন। তার কাছে হিসাব চাওয়া হলে তিনি স্বচ্ছভাবে হিসাব প্রদান করেছেন। তবে কবরস্থান কমিটির হিসাব নিয়ে গরমিল থাকায় দ্বন্দ্ব সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, আসাদ আলীর নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি তার লোকজনের উপর অতর্কিতে হামলা চালিয়ে গরম তেল ও রড দিয়ে মারধর করে আহত করেছে।
অন্যদিকে, বড় আদিমপুর গ্রামের পক্ষ থেকে গোলাম মোস্তফা বলেন, জাকির হোসেন এতদিন আওয়ামী লীগ করলেও এখন বিএনপি করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের হিসাব চাওয়ায় জাকির হোসেনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের হিসাব নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
এসআই/আরএন