সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তায় কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন রয়েছে এবং আন্তর্জাতিক আইনের আওতায় ইন্টারপোল প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
শনিবার (১০ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ইন্টারপোল আমার নির্দেশে কাজ করবে না। তারা তাদের নিজস্ব আইন ও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন ও সড়ক অবরোধ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সে বিষয়ে সচেতন করতে আপনাদের (সাংবাদিকদের) ভূমিকা রাখা উচিত। দাবি-দাওয়ার আন্দোলনগুলো এমন স্থানে হওয়া উচিত, যেখানে জনদুর্ভোগ হবে না। আমি আন্দোলনের দাবিগুলো অযৌক্তিক বলছি না। তারা আন্দোলনের স্থান পরিবর্তন করেছে এবং জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় যারা দায়িত্বে গাফিলতি করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কয়েকজনকে বরখাস্ত এবং কিছু কর্মকর্তাকে সংযুক্ত (অ্যাটাচ) করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসবির (স্পেশাল ব্রাঞ্চ) পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আমার কাছে এমন কোনো তথ্য নেই। তবে সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।
ইমিগ্রেশন ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি, তাই বর্তমান ব্যবস্থার অগ্রগতি দেখতে এসেছিলাম। আগের তুলনায় অনেক কিছুই আধুনিক ও উন্নত হয়েছে।
আরএন