রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় বসবাস করতেন। নিহতের ছেলে মো. শাকিল জানান, তার বাবা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজে নিরাপত্তার দায়িত্ব শেষ করে বাসায় ফিরছিলেন। মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহিন বলেন, "বিআরটিসি কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।"
তিনি আরও বলেন, "ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আরএন