| BREAKING: |

এমআরটি পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করলেও, সকাল ১০টার দিকে ফের কাজে ফিরেছেন মেট্রোরেলের কর্মীরা। এর আগে, গতকাল রোববার রাতে ৬ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন মেট্রোরেল কর্মীরা।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, "আমাদের সঙ্গে মেট্রোরেলের কর্মীদের কথা হয়েছে। তাদের দাবিদাওয়া দেখা হচ্ছে, এবং এরই মধ্যে তারা কাজে যোগদান করেছে। ৯৫ শতাংশ স্টেশনে কর্মচারীরা স্বাভাবিক কাজ করছে। সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। আর পুলিশের যে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে প্রত্যাহার করা হয়েছে।"
আরএন