লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী, জোড়াখুনসহ ২৩ মামলার আসামি আলগমীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জের উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কদু আলমগীর কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এছাড়া, হত্যাসহ একাধিক মামলার পুলিশের তালিকাভুক্ত আসামী আল আমিনকেও গ্রেফতার করা হয়েছে। তাকে পৌর শহর থেকে গ্রেফতার করা হয়। আল আমিন বর্তমানে সদর উপজেলা বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুইজনই হত্যাসহ একাধিক মামলার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
সেনাবাহিনী জানায়, আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, যুবদল নেতা আল আমিনও হত্যাসহ একাধিক মামলার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন, প্রকাশ কদু আলমগীর, গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে।
অপরদিকে, যুবদল নেতা আল আমিনও হত্যাসহ একাধিক মামলার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কিছু হত্যামামলা রয়েছে বলে জানান তিনি। তাদের দুজনকে চন্দ্রগঞ্জ ও সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএন/আরএন